
আব্দুল্লাহ সরদার ফকিরহাট প্রতিনিধি :
৭ই অক্টোবর নিপীড়ন বিরোধী দিবস ও শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।
বুধবার ৮ই অক্টোবর বিকাল সাড়ে তিনটায় জেলার দশানি ট্রাফিক মোড়স্থ ধানসিঁড়ি হোটেল অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস।
জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগীয় সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ, জেলা ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফ শেখ।
এসময় বক্তারা বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হাতে শহীদ আবরার তার জীবন দেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে। এটি নিপীড়নের এক জঘন্য উদাহরণ। এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে। ছাত্রশিবির সব সময় নির্যাতিত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”
সর্বশেষ শহীদ আবরার ফাহাদ সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উল্লেখ্য, গত রোববার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ‘ছাত্রশিবির আখ্যায়িত’ করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা। শহীদ আবরার ফাহাদের অপরাধ ছিল- সত্যের পক্ষে ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্যাম্পাসে আধিপত্য কায়েমের লক্ষ্যে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ছয় হাজার শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় ছাত্রসমাজ এমন নির্যাতনের ভয়াবহ চিত্র ভবিষ্যতে আর কোনো দিন দেখতে চায় না।