মো:সুমন মন্ডল
জয়পুরহাট(কালাই) প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের কালাই উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন। স্বাগত বক্তব্যে তিনি কন্যা শিশুদের সুশিক্ষা, শালীন চলাফেরা, মোবাইল ফোন ব্যবহারে সচেতনতা এবং নিজে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে না করার বিষয়ে পরামর্শ দেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন, “স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটিকে বাস্তবে রূপ দিতে পরিকল্পনা ও কঠোর পরিশ্রম জরুরি। কন্যা শিশুদের মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, ব্র্যাক জেলা ব্যবস্থাপক সেলস কায়েম উদ্দিন, আতাহার যুতি মহিলা সংস্থার সভাপতি হাবিবা জাহান জার্সিয়া এবং কালাই সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী শিলা আক্তার।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কন্যা শিশু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী আতাউর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত