রাজশাহীর মোহনপুরে ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃতদের বহিষ্কার এবং লুটে নেওয়া লক্ষাধিক কোটি টাকা উদ্ধারের দাবি

News News

Admin

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার : মোঃ রাজীব খাঁন

ব্যাংকিং খাতে অভিযোগকৃত দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে আজ সকালে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র উপশাখার সামনে এই কর্মসূচির মাধ্যমে অভিযোগকৃত ব্যক্তি এস আলমের অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কার এবং লুটে নেওয়া লক্ষাধিক কোটি টাকা উদ্ধারের দাবি তোলা হয়।

আজ ৬ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ১০টায় কেশরহাট পৌরসভার ইসলামী ব্যাংকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক মোহনপুর উপশাখার সচেতন গ্রাহক ফোরাম এবং চাকরি প্রত্যাশী বঞ্চিত ছাত্র সমাজ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যাংকের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার জন্য সরকারি কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য শাহ জামাল। তিনি বলেন, “ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের বিপুল অর্থসম্পদ লুটপাট ও পাচারের দায় এড়ানো যায় না। এসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লুটে নেওয়া লক্ষাধিক কোটি টাকা দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।”

এছাড়া, বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের সদস্য আ. রাকিব বক্তব্যে বলেন, “ইসলামী ব্যাংক যেন আর কোনোভাবেই অবৈধভাবে দখল না হয়—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ইসলামী ব্যাংক তার অতীতের গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

আয়োজকরা জানান, এই মানববন্ধনের মাধ্যমে তারা ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আরও কর্মসূচি গ্রহণ করবেন। স্থানীয় গ্রাহক, ছাত্র এবং সচেতন নাগরিকরা এতে অংশগ্রহণ করেন, যা ব্যাংকিং খাতে চলমান অভিযোগগুলোর প্রতি জনমনে উদ্বেগ প্রকাশ করে।