রাজশাহী জেলা প্রতিনিধি :মোঃ আতিকুর রহমান৷
রাজশাহীর গোদাগাড়ীতে যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই অক্টোবর রবিবার সকাল ১০টা ৩০মিনিটের সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে শিক্ষক দিবসে সভাপতিত্ব করেন,গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সুলতানা, গোদাগাড়ী মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক কামারুজ্জামান, গোদাগাড়ী মহিশালবাড়ী মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল মালেক, আব্দুর রহমান ,একই উপজেলার গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তুহিন, শাহসুলতান রহ. কামিল মাদরাসার উপাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। নিয়মিতভাবে প্রতিষ্ঠানে আসতে হবে। আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করতে হবে। পরিকল্পিত পাঠ উপস্থাপন করতে হবে, আদর্শ নাগরিক তৈরিতে আমাদের ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের অনেক কম বেতনে পড়াতে হয়, যার কারণে শিক্ষকতা পেশার বাইরে গিয়েও অন্য কাজে লিপ্ত হতে হয় শিক্ষকদের। অনেক সময় শিক্ষকদের পেনশনের অর্থ পেতে অফিসে অফিসে দীর্ঘদিন ধরে ঘুরতে হয়, এতে করে প্রায় ৪ বছর সময় লেগে যায়। এ ভোগান্তি যেন না হয় সে জন্য উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত