ফকিরহাটে ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ কারীদের বরখাস্তের দাবিতে মানববন্ধন

News News

Admin

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

 

আব্দুল্লাহ সরদার ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসিতে বিশেষ অঞ্চল ভিত্তিক অবৈধ ভাবে লোকবল নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক জনবল নিয়োগের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ই অক্টোবর সকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফকিরহাট শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মো: আব্দুল্লাহ, মাও: হাবিবুল্লাহ, মনোয়ার হোসেন এবং বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের পক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামি ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃপক্ষের অবৈধ নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের অনতিবিলম্বে ছাটাই করে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। তারা বলেন এই এস আলম গ্রুপ বাংলাদেশের সর্বাধিক নামকরা ব্যাংকিং খাত ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছে। তারা অবৈধভাবে অযোগ্য লোক নিয়োগ দিয়ে এ সকল অযোগ্য লোকদের দ্বারা নামে বেনামে কোটি কোটি টাকা লোন করে ইসলামী ব্যাংকে পথে বসিয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ফকিরহাট শাখা ব্যবস্থাপক, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: রহমত উদ্দিন হাওলাদার বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের কর্তৃত্ব নিয়েছিল। সে সময় বিজ্ঞাপন ও পরীক্ষা ছাড়াই অনেক মানুষকে ব্যাংকে নিয়োগ দিয়েছিল। যে কারনে ব্যাংকে অযোগ্য ও অদক্ষ লোকের সংখ্যা বেড়ে গেছে। বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে যে দাবী জানিয়েছেন তা তাদের যোত্তিক দাবী বলে তিনি মনে করেন।