ক্রাইম রিপোর্টার : মোঃ রাজীব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলা চত্বরে ধানের শীষের পক্ষে জোরদার প্রচার-প্রচারণা চালাচ্ছেন বিএনপির এমপি পদপ্রার্থী মোঃ রায়হানুল আলম রায়হান।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” জনগণের মাঝে তুলে ধরছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করছেন।
প্রচারণার সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-কষ্ট, সামাজিক সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে সকল মানুষকে ঐক্য বধ্য থাকার কথা বলেন।
তিনি জানান,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। আমরা জনগণের সরকার
প্রতিষ্ঠা করতে চাই।
স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও তাঁর সঙ্গে প্রচারণায় অংশ নেন। উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, রায়হানুল আলম রায়হানের প্রচারণায় এলাকায় নির্বাচনী আমেজ ধীরে ধীরে বেড়ে উঠছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত