ধলাপাড়া ঘোরাদহ ব্রিজ পাশে ৬০ টি দুয়ারী জাল পুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

News News

Admin

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫
সাগর আহমেদ, ঘাটাইল।
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় ধলাপাড়া চঙ্গপাড়া ঘোরাদহ ব্রিজের খালের মা মাছ ধ্বংসকারী ৬০টি দুয়ারী জাল ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা জাহিদুর রহমান
শনিবার (০৪ অক্টোবর ) বিকেলে উপজেলার ধলাপাড়া চঙ্গপাড়া ঘোরাদহ ব্রিজের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। জাল গুলোর আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার ধলাপাড়া চঙ্গপাড়া ঘোরাদহ ব্রিজের পাশে প্রশাসনের নিষেধ থাকা সত্বেও মাছ ধ্বংসকারী দুয়ারী জাল ব্যবহার করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে অভিযান চালিয়ে ৬০টি দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করে দেন। অভিযান পরিচালনা সময় সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আনিছুর রহমান মিয়া ও আইন শৃংখলা রক্ষা বাহিনী।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিসার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো.জাহিদুর রহমান জানান, যদি কেউ আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।