প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
বাগেরহাটে পত্রিকার সাংবাদিককে কুপিয়ে হত্যা
আব্দুল্লাহ সরদার ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন মো. হায়াত উদ্দিন (৪০) নামে এক পত্রিকার সাংবাদিক। শুক্রবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় সদর উপজেলার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হায়াত উদ্দিন স্থানীয় হাড়িখালী গ্রামের মৃত মো. নিজাম উদ্দিনের ছেলে এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন হায়াত উদ্দিন। তবে তিনি পরাজিত হন। এর আগে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকায় সিদ্দিকের চায়ের দোকানের সামনে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত মটরসাইকেলে করে এসে সাংবাদিক হায়াত উদ্দিনের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসা, ঠিকাদারি কাজের মান, রাজনৈতিক দুর্বৃত্তায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন হায়াত উদ্দিন। তবে তার বিরুদ্ধেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। হায়াত উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর থানায় মামলা আছে। কয়েক মাস আগেও তার ওপর একবার হামলার ঘটনা ঘটেছিল।
ওসি মাহমুদ-উল-হাসান বলেন, "ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত