“বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি অচল”– অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

News News

Admin

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

মোঃ সুমন বেপারী, চাঁদপুর প্রতিনিধি: বাংলাদেশে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)’ পদ্ধতি বাস্তবায়নের প্রস্তাবকে অচল ও বাস্তবতা-বিচ্ছিন্ন দাবি হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

গতকাল শনিবার (৪ অক্টোবর) চাঁদপুর প্রেসক্লাবে জেলা বিএনপির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে পিআর পদ্ধতি কার্যকর নয়। নেপালে এই পদ্ধতির ফলে ১৭ মাসে ১০ বার সরকার পরিবর্তন হয়েছে। এ ধরনের অনির্দেশ্য রাজনৈতিক ব্যবস্থা আমরা চাই না।”

তিনি আরো বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকার আগামী এক মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায়, বিএনপি প্রস্তুত রয়েছে। আমাদের নেতৃবৃন্দও আসনভিত্তিক প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছেন।”

ডা. সেলিম ভূঁইয়া ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টারও সমালোচনা করে বলেন, “জান্নাতের টিকিট দেওয়ার মালিক কেবল আল্লাহ। কেউ ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি করতে পারে না। বিএনপির মহিলা সংগঠন অনেক শক্তিশালী। মানুষ এখন এসব অপপ্রচারে কান দিচ্ছে না।”

বিএনপির প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি নিয়ে তিনি বলেন, “আমরা ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাচ্ছি—আগামী দিনে কেমন বাংলাদেশ চাই। রাষ্ট্রকে ঢেলে সাজানোর জন্য তারেক রহমান যে পরিকল্পনা করছেন, তাতে বাংলাদেশ সত্যিকারের একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।”

তিনি বলেন, “আমরা সিঙ্গাপুর বানানোর অবাস্তব স্বপ্ন দেখাব না। বাস্তববাদী নেতৃত্বের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তারেক রহমানই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী।”

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, অ্যাড.শামসুল ইসলাম মন্টুর যৌথ পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন;

সাবেক এমপি লায়ন হরিনিুর রশিদ, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা ড. জালাল উদ্দিন আহমেদ, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপি সহ-সভাপতি শরীফ মো. ইউনুস, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, হুমায়ুন কবির প্রধান, মোল্লা মাহমুদ হাসান, আলমগীর কবির পাটওয়ারী, ডি এম শাহাজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, সদস্য আজহারুল হক মুকুল, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, তানভীর হুদা, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, মতলব পৌর বিএনপি সভাপতি সোয়েব সরকার, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আহমেদ সেলিম, কচুয়া পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ ভেন্ডার প্রমুখ।