এসএসসি কৃতী সংবর্ধনা: উৎসবমুখর পরিবেশে কালাইয়ে মেধাবীদের সম্মাননা

News News

Admin

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

 

মো:সুমন মন্ডল
জয়পুরহাট(কালাই) প্রতিনিধি :
উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০২৫ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কালাই ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়ের মনোরম হলরুমে “ইয়া ইলেকট্রনিক্স, কালাই, জয়পুরহাট”-এর আয়োজনে এবং ওয়ালটন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এলাকার শতাধিক কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এ অনুষ্ঠানে। ফুল, ব্যানার, বেলুন ও ফেস্টুনে সজ্জিত পুরো প্রাঙ্গণটি যেন পরিণত হয় উৎসবের রঙিন মেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব এ. এইচ. এম. ওবায়দুর রহমান চন্দন, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তিনি বলেন, “আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমরা মেধা, সততা ও দেশপ্রেম দিয়ে গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ। শিক্ষাই জাতির মেরুদণ্ড—একে শক্তভাবে ধারণ করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু চাকরির পেছনে নয়, বরং নতুন কিছু উদ্ভাবন ও উদ্যোক্তা হয়ে সমাজে অবদান রাখতে হবে।”

বিশেষ বক্তা প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বলেন—
“সাফল্য একদিনে আসে না; এটি ধৈর্য, পরিশ্রম ও সৎ উদ্দেশ্যের ফসল। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, দেশের কল্যাণে নিজেকে নিবেদন করো।”

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, অধ্যক্ষ, হাতিয়া কামিল মাদ্রাসা; মোঃ নাজিম উদ্দিন, অধ্যক্ষ, কালাই সরকারি মহিলা কলেজ; মোঃ সাইফুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কালাই ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়; এবং মেহেদী হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক।

তারা বলেন, “আজকের এই সংবর্ধনা কেবল সম্মাননা নয়, বরং ভবিষ্যতের দায়িত্বের প্রতীক। তোমাদের সাফল্যে গর্বিত কালাইবাসী।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু ইউসুফ মোঃ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ইয়া ইলেকট্রনিক্স, কালাই, জয়পুরহাট।
তিনি বলেন, “আমরা চাই কালাইয়ের প্রতিটি ঘরে শিক্ষা ও আলোর ছোঁয়া পৌঁছে যাক। কৃতী শিক্ষার্থীদের এই সম্মাননা আমাদের সমাজে শিক্ষার প্রতি অনুপ্রেরণা বাড়াবে।”

শেষ পর্বে অতিথিরা এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিজেদের জীবনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণার গল্পও শেয়ার করেন।