গাজায় ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি হামলার প্রতিবাদে কালাইয়ে বিক্ষোভ

News News

Admin

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

 

মো: সুমন মন্ডল, জয়পুরহাট (কালাই) প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি সেনাদের হামলা ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের গ্রেফতারের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ঝড় বইছে। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশসহ বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি।

এরই অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলায় শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুম্মা কালাই বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সংগঠন কালাই আন নাজাত ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কালাই আহলে হাদিস মসজিদের খতিব শায়েখ মো. সেলিম রেজা। বক্তব্য রাখেন হারুন্জা জামে মসজিদের খতিব শামিম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, কালাই মডেল মসজিদের ইমাম মোহাম্মদ মামুন রশিদ এবং কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা।

বক্তারা বলেন, “আজ যদি মুসলিম বিশ্ব এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হতো, তবে ইসলামের শত্রুরা কখনো ফিলিস্তিনে আগ্রাসন চালাতে পারত না। গাজায় নারী ও শিশুরা মানবেতর জীবনযাপন করছে, অথচ বিশ্ব নেতারা ও মানবাধিকার সংস্থাগুলো নীরব দর্শক হয়ে আছে।”

তারা প্রশ্ন তোলেন—আর কত মানুষ মরলে বিশ্ববাসি ও জাতিসংঘ এটিকে গণহত্যা হিসেবে ঘোষণা করবে? বক্তারা জানান, গাজাবাসী চরম খাদ্য সংকটে রয়েছে, নারী-শিশুরাও ইসরাইলি হামলা থেকে রেহাই পাচ্ছে না।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সম্প্রতি ৪৫টি নৌযান নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়। পথে ইসরাইলি নৌবাহিনী বহরটি ঘিরে ধরে একাধিক জাহাজ আটক করে এবং বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করে। ওই বহরে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমও ছিলেন।

বক্তারা শহিদুল আলমসহ আটক সকল মানবাধিকার কর্মীর মুক্তি দাবি করেন এবং দ্রুত নিরাপদে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের আহ্বান জানান।

এ ঘটনায় বিশ্বজুড়ে মুসলিম সমাজ উত্তাল হয়ে উঠেছে। বাংলাদেশেও বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।