ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার সালথা উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, ১ অক্টোবর দুপুর১২ টার দিকে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র থেকে খবর পাওয়া যায় যে, সালথা উপজেলায় নিয়মিতভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসানো হচ্ছে। তথ্যের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্প এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে চক্রটির মূল সংগঠক হিসেবে চিহ্নিত
ইমরুল মুন্সীসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মিন্টু মোল্লা, বাবুল মুন্সী, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৬ হাজার টাকা নগদ অর্থ, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন এবং চার সেট তাস।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জনগণকে জুয়া ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করার জন্যও আহ্বান জানান।
এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত