ক্রাইম রিপোর্টার : মোঃ রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের দর্শনপাড়া মনিরুল মেমোরিয়াল একাডেমিতে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ল্যাম্পি স্কিন ডিজিসের ফ্রী ভ্যাকসিন ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগটি স্থানীয় কৃষক ও পশুপালকদের গবাদি পশুকে এই রোগ থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত জুবাইদা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. সাগর আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে গুরুত্ব যোগ করেছে।
উদ্বোধনী বক্তব্যে জুবাইদা সুলতানা বলেন, “ল্যাম্পি স্কিন ডিজিস একটি ভাইরাসজনিত রোগ, যা গবাদি পশুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতার জন্য হুমকি। এই ফ্রী ভ্যাকসিন ক্যাম্পের মাধ্যমে কৃষকরা তাদের পশুকে সুরক্ষিত রাখতে পারবেন। তিনি এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. সাগর আহমেদ জানান, এই ভ্যাকসিন গবাদি পশুকে ল্যাম্পি স্কিন ডিজিস থেকে সুরক্ষা প্রদানে অত্যন্ত কার্যকর। তিনি বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে ভ্যাকসিন পাবেন, যা তাদের অর্থনৈতিক চাপ কমাবে এবং পশুপালন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে বক্তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষক ও পশুপালকদের জন্য সরাসরি সুফল বয়ে আনবে। কৃষকদের মধ্যে ভ্যাকসিন ক্যাম্প নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ক্যাম্প কেশরহাটের পশুপালন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে সবাই আশাবাদী।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত