রাজশাহী জেলা প্রতিনিধি মো:আতিকুর রহমান :-
২০২৪-২৫ অর্থ বছরে গোদাগাড়ী উপজেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক অর্থানুদান বিতরণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিকাল ৩ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ১০২ জন কে ২ হাজার করে মোট ২ লক্ষ ৪ হাজার টাকা এবং নৃ-গোষ্ঠীর পরিবারের ১১৪ জনকে ২ হাজার করে মোট ২ লক্ষ ২৮ হাজার টাকা প্রদান করা হয়। আদিবাসী সম্প্রদায়ের এ জনগোষ্ঠীদের মাঝে ৪ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম-সচিব,অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী এর জনাব ড. চিত্রলেখা নাজনীন। এসময় সহকারী কমিশনার ভূমি জনাব শামসুল ইসলাম সহ গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক ও আদিবাসী সম্প্রদায়ের নেতা রাজকুমার শাও উপস্থিত ছিলেন।
যুগ্ম-সচিব,অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী এর জনাব ড. চিত্রলেখা নাজনীন আদিবাসীদের উৎসাহ দিয়ে বলেন, আপনারা আপনাদের বাচ্চাকে সবসময় পজিটিভ কথা বলবেন।তাদের পড়াশোনায় মনোযোগী করতে উৎসাহ দিবেন। পড়াশোনা করে তারা একসময় চাকরী করবে, উদ্যোগতা হবে।আদিবাসী বাচ্চারাও আমাদের সমাজের অংশ। একটি গোষ্ঠীকে ছাড়া উন্নত বাংলাদেশের সপ্ন দেখা যায় না। তাই উন্নয়নের অংশীদারত্বে আপনাদের এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত