রাজশাহী জেলা প্রতিনিধি :মো:আতিকুর রহমান
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িতে শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীদের ভিড়ে পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাসের উৎসবমুখর আবহ।
উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পূজামণ্ডপ এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিয়মিত দায়িত্ব পালন করছেন, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
পূজার শুরু থেকেই নারী-পুরুষ, শিশু ও বয়স্ক সবাই ভক্তিভরে দেবী দুর্গার প্রতিমার সামনে প্রার্থনা করছেন। পূজা মণ্ডপগুলোতে চলছে ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনির সমাহার।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা জানান, এ বছর রাজাবাড়ির দুর্গাপূজায় আগের চেয়ে বেশি সংখ্যক ভক্ত-দর্শনার্থীর আগমন ঘটছে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসনসহ স্থানীয়দের সহযোগিতা প্রশংসনীয়।
পূজা উপলক্ষে প্রতিদিনই অনুষ্ঠিত হবে নানা আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা। আগামী দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত