ক্রাইম রিপোর্টার মোঃ রাজিব খাঁন
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব রাজশাহী বিভাগের প্রতিটি উপজেলায় শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। ভোর থেকেই প্রতিমা সাজসজ্জা, ঢাক-ঢোলের শব্দ আর ভক্তদের পদচারণায় মণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে।
এবার রাজশাহী বিভাগের আট জেলায় মোট হাজারো পূজামণ্ডপে দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছে। প্রতিটি মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করলেও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক টহল দিচ্ছেন।
পুলিশ সূত্র জানায়, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টর, তল্লাশি চৌকি ও পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ইতোমধ্যেই গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক বলেন, “উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় মনিটরিং টিম কাজ করছে।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব শুরু হওয়ায় ভক্তরা আনন্দে মেতে উঠেছেন। তবে নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ ও পানির নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
দেবী দুর্গার পূজার মধ্য দিয়ে ভক্তরা আশা করছেন অসুর শক্তির বিনাশ ঘটিয়ে সত্য, শুভ ও ন্যায়ের জয় হবে।
রাজশাহী বিভাগের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের কেন্দ্রীয় মণ্ডপগুলোতেও উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এবারের শারদীয় দুর্গোৎসবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত