ক্রাইম রিপোর্টার: রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরুল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে তিনি একের পর এক প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি ইতিমধ্যেই একাধিক রাস্তা পাকা করেছেন এবং নতুন ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু করেছেন। কৃষকরা যাতে সহজে তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে পারেন সেজন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।
এছাড়াও শিক্ষা খাতের উন্নয়নে স্থানীয় বিদ্যালয়গুলোর সংস্কার ও শিক্ষার্থীদের জন্য সহায়তা কার্যক্রম চালু করেছেন তিনি। গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,
“মানুষের কল্যাণই আমার রাজনীতি। ধুরুল ইউনিয়নের প্রতিটি মানুষ যেন উন্নয়নের ছোঁয়া পায়, সেটিই আমার মূল লক্ষ্য।”
এলাকাবাসী জানান, তার উদ্যোগে ইউনিয়নে এখন উন্নয়নের গতি আগের তুলনায় অনেক বেশি। সাধারণ জনগণ আশাবাদী যে, এ ধারা অব্যাহত থাকলে ধুরুল ইউনিয়ন খুব দ্রুত একটি মডেল ইউনিয়নে পরিণত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত