সাগর আহমেদ, ঘাটাইল।
টাঙ্গাইলের ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর ছেলের হাতে খুন হওয়া বাবার লাশ উত্তোলন করা হয়েছে।উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে শনিবার দুপুরে লাশটি উত্তোলন হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমানের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হলো। এসময় লাশ দেখার জন্য শত শত উৎসুক জনতা কবরস্থানে ভিড় করেন।
এর আগে ২২ আগষ্ট জামিল (২৫) নামের কলেজ পড়ুয়া ছেলের হাতে খুন হন রাশিদুল খান সুমন (৪৫)। নিহত সুমন উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ধলাপাড়া বাজারের ড্রাগস এন্ড ক্যামিস্ট সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক কলহের জেরে ছেলে জামিল খান তাকে অতিরিক্ত ঘুমের ঔষধ খাইয়ে হত্যা করে।
এ ঘটনায় বুধবার রাতেই ঘাটাইল থানায় মামলা করেছেন সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান (৮২)।
পলিশ এবং পরিবার সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদ কোনোভাবেই মানতে পারছিলেন না কলেজ পড়ুয়া শিক্ষার্থী জিসান খান। অনেক চেষ্টা করেও বাবা-মাকে মিলাতে পারেননি। এতে অবনতি হয় বাবা ছেলের সম্পর্কের। পরে বাবাকে হত্যার পরিকল্পনা করেন জিসান।
২০টি ঘুমের ওষুধ খাইয়ে বাবার মৃত্যু নিশ্চিত করে ছেলে জিসান। পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। এ ঘটনায় ছেলে কারাগারে রয়েছে।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান বলেন, আপনারাতো ঘটনাটি জানেন। এটা একটা মার্ডার মামলা। তার ছেলে স্বীকার করেছে । এটা একটা আইনগত প্রক্রিয়া। থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে কোর্টের মাধ্যমে পারমিশন নিয়ে লাশ উত্তোলন করা হয়, পোষ্ট মর্টেমের জন্য। পোষ্ট মর্টেম শেষে পরিবারের কাছে লাশ পাঠিয়ে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত