শাহিন আহমেদ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রামের খুলশী থানাধীন নিউ ঝাউতলা রেলওয়ে কলোনি মাঠে উদ্বোধন হয়েছে স্থানীয় সামাজিক সংগঠন আলোড়ন সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ সাঈদ আল নোমান তূর্য।
শুক্রবার বিকেল চারটায় অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি সাঈদ আল নোমান তূর্য বলেন মরহুম আব্দুল্লাহ আল নোমান সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন তিনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে অনন্য অবদান রেখে গেছেন আমি তাঁর পথ অনুসরণ করে মানুষের পাশে থাকতে চাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার জন্যও দোয়া করবেন তিনি আরও বলেন যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন আলোড়ন সংঘের সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস কে বারি খোকনের
সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণ উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুব ই খোদা জিতুর সার্বিক সহযোগিতা ও পরিচালনায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্বে পয়েন্ট টেবিল এবং দ্বিতীয় পর্বে নক আউট পদ্ধতিতে খেলাগুলো সম্পন্ন হবে ।উদ্বোধনী দিন থেকেই খেলোয়াড় ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত