জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ মত বিনিময় শুভ অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দাস নুপুর, মনিন্দ্র মোহন ঘোষ, জেলা ছাত্রদলের আহ্বায়ক জয়পুর শুভ, যুবদল নেতা জাহিদ হোসেন মালা প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পূজাকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা না হয়, সেই দিকে সজাগ থাকতে হবে।
যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যাতে করে হিন্দু ভাইয়েরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রনেতা শফিকুর রহমান খান শফিক।
এ ছাড়া যুবদল নেতা আব্দুল্লাহিল কাফি শাহেদ, জেলা স্বেচ্ছাসেব দলের সদস্য সচিব সালে মোঃ সাফি ইথেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, পৌরসভার সাবেক কাউন্সিলর মমিনুল হক নিক্সন, ছাত্রদল নেতা মিয়া মোহাম্মদ আজাদ'সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত