
মোঃ মনোয়ারুল আলম (ময়মনসিংহ)গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দাফনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে গফরগাঁও থানা পুলিশের একটি চৌকস দল শহীদ ফায়ার ফাইটারকে শেষ শ্রদ্ধা জানায়। এছাড়া ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেনসহ কর্মকর্তারা গার্ড অব অনার প্রদান করেন।
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করার সময় অগ্নিদগ্ধ হয়ে নুরুল হুদা গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, “রাষ্ট্রের দায়িত্ব পালনে আমাদের সহকর্মী শহীদ হয়েছেন। এর জন্য ফায়ার সার্ভিস গর্বিত।”
উল্লেখ্য, নুরুল হুদা গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের মুনসুর আহাম্মেদের ছোট ছেলে।