গফরগাঁওয়ে নব-সাভের্য়ার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

News News

Admin

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

 

মোঃ মনোয়ারুল আলম (ময়মনসিংহ) গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নব-সাভের্য়ার প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রদের মাঝে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) এ অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরা সাভে ট্রেনিং ইনস্টিটিউট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাজাহারুল ইসলাম এবং পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মোঃ মনোয়ারুল আলম, সুরুজ মিয়া, সুহরাব উদ্দিন লিটন মিয়া ও আনিছুর রহমান প্রমুখ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উয়াহিদুজ্জামান ও শামীম আহম্মেদ।

বক্তারা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে কর্মক্ষেত্রে এর সুফল কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।