মো:সুমন মন্ডল
জয়পুরহাট(কালাই) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় বিশিষ্ট আলেম ও ধর্মীয় নেতা মোঃ সেলিম হুজুরের উপর অতর্কিত হামলার ঘটনাকে কেন্দ্র করে তৌহিদী জনতা উত্তাল বিক্ষোভ করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা কালাই আহলে হাদিস কেন্দ্রীয় মার্কেটের সামনে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, “একজন আলেম, খতিব ও ইসলামী চিন্তাবিদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামাআত নেতা অধ্যক্ষ ফিতা, মুজাফফর হোসেন, বিএনপি নেতা আব্দুল আলিম, তাজ উদ্দিন, প্রিন্সিপাল শাজাহান, যুবনেতা রাসেল তালুকদার, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিউজ্জামান তালুকদার ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, ধর্মীয় নেতা ও মসজিদের ইমামের উপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি পুরো এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। তারা সেলিম হুজুরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার থুপসাড়া মহল্লার নুরনবী ও মাহামুদুন নবী কালাই আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের ভেতরে প্রবেশ করে খতিব ও মাদ্রাসার সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হুজুরকে মারধর করেন।
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই হামলাকারীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তৌহিদী জনতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দোষীদের বিরুদ্ধে যদি কঠোর আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তবে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত