ক্রাইম রিপোর্টার : মোঃ রাজীব খাঁন
রাজশাহী মোহনপুরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, বিকাল ৩টায়। মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি, মোহনপুর শাখার আয়োজনে এই অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বড়াইল উচ্চ বিদ্যালয় বসন্তকেদর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জোবাইদা সুলতানা। তিনি তার বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নিয়ম মেনে মাঠে পরিচালনা করতে হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি রইল।” তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তরুণদের সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর যুব উন্নয়ন ও ক্রীড়া কর্মকর্তা সৈয়দ আলী রেজা। তিনি বলেন, প্রতিটি মাঠে খেলাধুলার জন্য পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করা হবে। তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে জীবনকে প্রাণবন্ত করতে হবে।” এছাড়া, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা, জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর স্থানীয় আমির ও আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আ. আওয়াল এবং সেক্রেটারি গফুর মৃধা উপস্থিত ছিলেন। আ. আওয়াল খেলাধুলার জন্য মাঠের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “জামায়াত থেকে ক্রীড়া কার্যক্রমে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, তরুণ-যুবক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। এই আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়া সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত