চট্টগ্রামে সিইপিজেড শ্রমিকদের বিক্ষোভ, বিমানবন্দর সড়কে যানজট
News
Admin


শাহীন আহমেদ
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নাসা গ্রুপের দুটি কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা চট্টগ্রামের ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়কে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
জানা গেছে, নাসা গ্রুপের দুটি কারখানায় দুই হাজারের বেশি শ্রমিক কর্মরত আছেন। অক্টোবর মাস থেকে হঠাৎ করে কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। এ কারণে শ্রমিকরা বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে আন্দোলনে নামেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মালিকপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে।
শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। আমরা আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, আকস্মিক এই অবরোধে সকাল থেকে বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে পুলিশ হস্তক্ষেপের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।