জয়পুরহাটের কালাইয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার News News Admin প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫ মো:সুমন মন্ডল কালাইউপজেলা প্রতিনিধি জয়পুরহাটের কালাই উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার আওড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মিস মেরীর বিরুদ্ধে ঢাকার একটি সিআর মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।” জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান জানান, জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের দিকনির্দেশনায় ডিবি ও কালাই থানা পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে আটক করে থানায় আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে আওয়ামী লীগ নেত্রী মিস মেরীর গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার সমর্থকরা বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করলেও পুলিশ বলছে, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। মিস মেরী দীর্ঘদিন ধরে কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানও ছিলেন। SHARES অপরাধ বিষয়: