আব্দুল্লাহ সরদার ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে মাহফুজ (৪০) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় চলছে।
২১ সেপ্টেম্বর রবিবার দুপুরে বাড়ির কাছে মৎস ঘের থেকে তার মরদেহ পাওয়া যায়। নিহত মাহফুজ উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলী শেখ এর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মাহফুজ প্রতিদিনের ন্যায় ঘেরে গিয়েছিলেন সবজি গাছের পরিচর্যার কাজে। সকাল গড়িয়ে দুপুর ১ টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তার পিতা তাকে খুঁজতে গিয়ে ছেলেকে হাত পা বাঁধা অবস্থায় দেহের উপরিভাগ ঘেরের পানিতে ও নিম্ন ভাগ ঘেরের পাড়ে পড়ে থাকতে দেখে চিৎকার করে ডাক দেন । তার চিৎকারে আশেপাশের লোকজন ও এলাকাবাসী ছুটে এসে মাহফুজের মরদেহ উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা এই ঘটনার নিন্দা জানিয়ে জানান যে, এটি একটি গুরুতর বিষয় এবং তদন্তে দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে বিচারের দাবি জানানোর কথা জানিয়ে তারা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং যুবকের মৃত্যু নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত