কুশারিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা অংশগ্রহণ না করা নির্দেশ ।

News News

Admin

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫

 

সাগর আহমেদ, ঘাটাইল।

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্ৰীড়া প্রতিযোগিতা ২০২৫, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ২৯ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত ‘সাধারণ’ পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক ৫২তম গ্রীত্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শিক্ষা প্ৰতিষ্ঠান, উপজেলা/থানা, জেলা, উপ-অঞ্চল, ও জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের নির্দেশ। কুশারিয়া উচ্চ বিদ্যালয় প্রতিবছর এই গ্রীষ্মকালীন জাতীয় ক্ৰীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকে। কিন্তু এ বছর কুশারিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন জানান ছেলেরা উপজেলায় পর্যায়ে খেলতে যায় সেখানে বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি হয়। ফুটবল খেলা উত্তেজনা পূর্ণ একটি খেলা । বিভিন্ন সময় নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেগুলো আমাদের শিক্ষকদের পক্ষে সামলানোর অসাধ্য হয়ে পড়ে । তাই এ বছর আমারা ছাত্রছাত্রীদের খেলাধুলা থেকে বিরত রাখার নির্দেশ প্রদান করেছি। কুশারিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানা যায় তারা প্রতি বছরের ন্যায় এ বছরও এই ইন্টার স্কুল টুর্নামেন্ট খেলতে আগ্রহ প্রকাশ করেছে । কিন্তু প্রধান শিক্ষকের বাধার মুখে তাদের খেলা থেকে বিরত থাকতে হচ্ছে। স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন এ বছরও আমরা স্বতঃস্ফূর্ত ভাবে এই খেলার অংশগ্রহণ করতে চাই । কুশারিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ সাথে কথা বলে জানা যায়। তিনি আমাদের জানান এ বিষয়ে আমরা অবগত নই ছাত্রছাত্রীদের জন্য এই টুনামেন্ট আয়োজন করা হয় তারা অবশ্যই এই টুনামেন্ট অংশগ্রহণ করবে।