ঢাকা, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুর সাফারি পার্কে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মনোহরদী উপজেলা কমিটির আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

News

Admin


প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫

মোঃ বিল্লাল হোসেন

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মনোহরদী উপজেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৫) গাজীপুর সাফারি পার্কে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার সভাপতি মোঃ আল-আমিন মিয়ার নেতৃত্বে কমিটির সকল সদস্য ভ্রমণ ও আলোচনায় অংশ নেন। এসময় তারা পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

ভ্রমণকালীন সময়ে টুরিস্ট পুলিশ গাজীপুরের কনস্টেবল মোঃ সেলিম মোল্লাসহ উপস্থিত পুলিশ সদস্যরা বিশেষ সহযোগিতা প্রদান করেন। তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কমিটির সদস্যদের পার্কের বিভিন্ন রাইড ঘুরে দেখান। সংস্থার পক্ষ থেকে প্রশাসন এবং কনস্টেবল মোঃ সেলিম মোল্লাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সদস্যরা মতবিনিময় করেন। সভায় সিদ্ধান্ত হয় যে, ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে সংস্থার প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করবেন।

সভার শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে বলা হয়— মানবতার কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।