জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারভিত্তিক পশু চিকিৎসকের মৃত্যু News News Admin প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫ মো:সুমন মন্ডল কালাই উপজেলা প্রতিনিধি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইলদীঘি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক খামারভিত্তিক পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আব্দুর রহিম তার বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহিম নান্দাইলদীঘি গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে খামারভিত্তিক পশু চিকিৎসা ও গবাদি পশুর সেবার সঙ্গে যুক্ত ছিলেন। এলাকায় তিনি একজন সদালাপী, পরিশ্রমী ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। হঠাৎ এই অকাল মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তার সহকর্মী ও গ্রামবাসীরা শোক প্রকাশ করে জানান, রহিমের মৃত্যুতে এলাকায় পশু চিকিৎসা সেবার এক শূন্যতা তৈরি হলো। নান্দাইলদীঘি গ্রামের এক বাসিন্দা বলেন, “রহিম ভাই সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ। তার মৃত্যু আমাদের জন্য বড় ক্ষতি।” এদিকে পরিবার-পরিজন ও স্বজনদের আহাজারিতে এলাকায় চলছে শোকের মাতম। SHARES সারাদেশ বিষয়: