জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস রোববার জেলা মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জুলাই আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। হাসিনার পতন আন্দোলনে এমন কোনো দিন ছিল না, যেদিন মহিলা দলের কর্মীরা মাঠে উপস্থিত ছিলেন না। আগামীতে নির্বাচন বা দেশের যেকোনো প্রয়োজনে ভূমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে।
আজ জেলা মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে মহিলা দল।
তিনি আরো বলেন, তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরাও তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হচ্ছি। কতিপয় রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলে মাঠে নামছে। এটা তাদের দ্বিচারিতা।
জেলা মহিলা দলের সভাপতি নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদি ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস লতা
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত