চাঁদপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকারভিত্তিক সংগঠন হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত ২০ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) উত্তর রঘুনাথপুর মাদ্রাসা আবু বক্কর সিদ্দিক (রাদিয়াল্লাহু তা'আলা আনহু) কমপ্লেক্সে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ আমিন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান মোঃ এনায়েত উল্যাহ সৈয়দ (শিপুল) এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব এডভোকেট মোঃ আবজাল হোসেন মৃধা।
এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন—
ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ ফারুক (জুয়েল)
মুজিবুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক
যোবায়ের শাহীন
এডভোকেট পারভেজ হোসেন
চাঁদপুর জেলা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফাসহ ৩৭ সদস্যের পুরো কমিটি সভায় যোগ দেন। সিনিয়র সহ-সভাপতি এ.টি.এম শরীফ হোসেন চৌধুরী, মোঃ মাহাবুল আলম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শরীফ মিজিসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মানবাধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সেবামূলক কার্যক্রমের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি কো-চেয়ারম্যান এনায়েত উল্যাহ সৈয়দ (শিপুল) বলেন, “মানবাধিকার রক্ষার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব। সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা।”
প্রধান আলোচক মহাসচিব এডভোকেট আবজাল হোসেন মৃধা কোরআন ও হাদিসের আলোকে মানবাধিকারের মৌলিক দিক নিয়ে আলোকপাত করেন। তাঁর প্রাণবন্ত বক্তব্যে নবনিযুক্ত সদস্যরা অনুপ্রাণিত হন এবং মানবাধিকারের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, “মানবাধিকার শুধু একটি শব্দ নয়, এটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। আমাদের এই সংগঠন দেশব্যাপী মানবাধিকার সুরক্ষার কার্যক্রম চালিয়ে যাবে। চাঁদপুর জেলা কমিটি স্থানীয় পর্যায়ে মানুষকে সচেতন করবে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানের বিশেষ পর্বে কো-চেয়ারম্যানের মায়ের রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পরিশেষে আনুষ্ঠানিকভাবে ৩৭ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা নবগঠিত কমিটি ঘোষণা করা হয়, যা হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের স্থানীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে।
মানববন্ধন কর্মসূচি
অনুষ্ঠান শেষে মানবাধিকার রক্ষার অঙ্গীকারে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সমাজের প্রতিটি স্তরে মানবাধিকার প্রতিষ্ঠা, নারী-শিশুর অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নাগরিক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
এছাড়াও দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর মেঘনা ও ধনগোধা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নাগরিক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করছে, কৃষিজমি ও বসতভিটা বিলীন হচ্ছে এবং হাজারও পরিবার চরম ঝুঁকিতে পড়ছে। তাঁরা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন এবং এ বিষয়ে গণসচেতনতা বাড়াতে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেন।
---
✍️ সংবাদ প্রেরক:
মোঃ বিল্লাল হোসেন
নির্বাহী পরিচালক
হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত