সদরপুরের কাশবনে জমজমাট কন্টেন্ট ক্রিয়েটর মিলনমেলা ২০২৫ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫ সজল হাওলাদার, ফরিদপুর থেকেঃ ফরিদপুরের সদরপুর উপজেলার আকটের চর নদীঘেরা কাশবনে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর মিলনমেলা ২০২৫। অনুষ্ঠানে ফেসবুক, ইউটিউব ও ইন্সটাগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আয় এবং মানসম্মত ও রুচিশীল কন্টেন্ট তৈরির বিষয়ে আলোচনা করা হয়। সদরপুর, চরভদ্রাসন, ঢাকা ও আশপাশের এলাকা থেকে প্রায় ১০০ জন খ্যাতনামা কন্টেন্ট ক্রিয়েটর এবং কয়েক হাজার দর্শনার্থী এই মিলনমেলায় যোগ দেন। অনুষ্ঠানের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য দেন মোঃ ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন সাব্বির হোসেন শুভো। সদরপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আইরিন আক্তার বৈশাখী এবং ঢাকা থেকে আগত মোঃ সাব্বির হাসানের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। ফরিদপুর জেলা ও সদরপুর উপজেলাকে ঘিরে শতাধিক কন্টেন্ট তৈরি ও অনলাইনে প্রকাশের মাধ্যমে আইরিন আক্তার বৈশাখী ইতোমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। আয়োজক কমিটির অন্যতম সদস্য মোঃ ইমরান হোসেন বলেন, “মননশীল কন্টেন্ট আমাদের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজন। বর্তমানে আয়ের নেশায় রুচিহীন কন্টেন্ট তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মকে কলুষিত করা হচ্ছে। কিন্তু সুস্থধারার কন্টেন্ট আমাদের শিশুদের নতুন দিগন্তের সন্ধান দেবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় ইউটিউবার সাজ্জাদুল হোসেন সাজু, মাহাবুর রহমান দুলাল, এরশাদ হোসেন, এনামুল হক, মাকসুদ আক্তার, নিয়ামুল হোসেন, মামুন হোসেন, তুহিনা পারভীন মিরা, আহসান হাবিব, মিজানুর রহমানসহ অনেকে। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ইতিহাস, ঐতিহ্যকে পরিচিত করা এবং হারানো সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর মোহনার বিশাল কাশবনে মিলনমেলায় অংশগ্রহণকারীরা ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন। SHARES সারাদেশ বিষয়: