চল মানবতায় এগিয়ে আসি–বন্ধু বকুল

News News

Admin

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫

চৌকস: ২০ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার মন্ডলপাড়া, ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর নিবাসী এসএসসি -৮৬ ব্যাচ, পার্বতীপুর এর বন্ধু বকুল এর বাসায় বন্ধু দের আগমন। যাওয়ার সুবাদে বন্ধু সহ পরিবার বর্গের সহিত সেীজন্য সাক্ষাৎ, কিছু কথা বার্তা সহ কুশল বিনিময়। মানবিক সহায়তার দিক বিবেচনা করে এসএসসি -৮৬ ব্যাচ, পার্বতীপুর, দিনাজপুর এর সাধারণ সম্পাদক অজয় সরকার, সাংগাঠনিক সম্পাদক মো: জামাল উদ্দীন ও সমাজকল্যান সম্পাদক ভোজন কুমার ঘোষ পরিবারের সাথে আলোচনা করে বন্ধু দের নিকট হতে সংগ্রহ কৃত কিছু অর্থ বন্ধু বকুলের হাতে তুলে দেন। যা দিয়ে পরিবারের হয়ত কিছুটা সহায়তা হতে পারে।

আসুন এক বন্ধু আরেক বন্ধুর পাশে দাড়াই। মানবতার সেবায় সকলে এগিয়ে আসি, মানবতার জয় হোক।
বন্ধুর আতিথিয়তা অত্যন্ত চমৎকার ছিল। বন্ধু সহ ওর পরিবারের জন্য শুভ কামনা রইল।

এসএসসি -৮৬ ব্যাচ, পার্বতীপুর, দিনাজপুর সকলের প্রতি কৃতজ্ঞ, এ রকম মহৎ কাজে সহযোগিতা করার জন্য।