ঢাকা, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর গলা কাটা লাশ উদ্ধার

News

Admin


প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

 

মো:সুমন মন্ডল

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শালবন গ্রামে তাসনিয়া (১০) নামের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অত্র গ্রামের একরামুল হকের বাড়ির গরুর খড়ের গাদা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীর সূত্রে জানা যায়, তিন দিন আগে তাসনিয়া হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না মেলায় পরিবার দিশেহারা হয়ে পড়ে। শুক্রবার দুপুরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে খড়ের গাদায় খোঁজ করে একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এসময় শিশুটির গলা কাটা অবস্থায় পাওয়া যায় এবং গলায় ও কানে থাকা স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের চেইন ও কানের দুল লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল করিম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।