চলন্ত বাসে যাত্রী কে মারধর ও হত্যার হুমকি। News News Admin প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫ সাগর আহমেদ, ঘাটাইল। চলন্ত বাসে দুইজন যাত্রী কে মারধর করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চন্দ্রা এলাকায় ১৮ সেপ্টেম্বর রাত ১০.৩০ মিনিটে নির্দিষ্ট গন্তব্যে পৌছানোর আগেই অন্য জায়গায় নামিয়ে দেয়ায় তর্কের জেরে মাহিন পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। বাস চালকের সহকারী তাদের কে মারধর করেন বলে অভিযোগ করেছেন ওই ২ যাত্রি। এ ঘটনার বিবরনে ভুক্তভোগী আসলাম (২০) জানান, শেরপুর টু গাবতলি রোডের মাহিন পরিবহন (গাড়ি নং -১৭৭৪৭৫) নামের একটি বাসে আমরা ঘাটাইল থেকে বাইপাইল এলাকায় যাওয়ার জন্য উঠি। গারিতে উঠার সময় ওনাদের বার বার বলা হয়েছে চন্দ্রা এলাকায় আমাদের কে নামানো যাবে না। তখন ওনারা বলেন আমরা বাইপাইল হয়ে যাব, চন্দ্রা নামাব না। কিন্তু বাস চন্দ্রা এলাকায় আসার পর বাসের চালকের যে সহকারী ছিল ওনি আমাদের নামিয়ে দিতে চায়। আমাদের থেকে ভাড়া নেয়া হয় গাবতলির পর্যন্ত যে ভাড়া সেই ভাড়া। পরবর্তীতে ভাড়া ফেরত চাইলে আমার সাথে থাকা আমার এক বন্ধুর গায়ে হাত তুলে এবং আমাদের কে হত্যার হুমকি দিয়ে বাস কাউন্টার ছাড়া (চন্দ্রা বাস কাউন্টার থেকে ১ কিলোমিটার দূরে) একটি নির্জন জায়গায় আমাদের নামিয়ে দেয়। আমি উপরোক্ত শারীরিক লাঞ্চনা, চলন্ত বাসে হত্যার হুমকি ও মানহানির সঠিক তদন্ত ও বিচার চাই। বাসে আমাদের যাত্রিদের সাথে প্রতিনিয়তই এরূপ দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্চনার সম্মুখীন হতে হয়। আমি উপরোক্ত ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবী করছি এবং পরবর্তী সময়ে কোনো যাত্রির সঙ্গেই এমন কোনো ঘটনা ঘটবে না এই নিশ্চয়তা প্রাপ্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে আসলাম জানিয়েছেন, এ ঘটনায় তিনি মামলা করবেন। SHARES অপরাধ বিষয়: