নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কোনো প্রয়োজন বাংলাদেশে নেই। এ নিয়ে বিভ্রান্তির অবকাশও নেই। তিনি বলেন, “এটা আমাদের দল থেকে বারবার বলা হয়েছে, বিএনপি পিআরের পক্ষে নয়। বাংলাদেশের বাস্তবতায় এর প্রয়োজনীয়তাও নেই।”
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্ত্রী’র চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আলোচনার মাধ্যমেই সমাধান
মির্জা ফখরুল বলেন, দেশের সমস্যাগুলো নিজেদের সিদ্ধান্তে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সমাধান করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, “আলোচনা চলমান থাকা অবস্থায় বিভিন্ন দলের কর্মসূচি দেওয়া মানে অহেতুক চাপ সৃষ্টি করা। এটি গণতন্ত্রের জন্য শুভ নয়।”
তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব।
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি
১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। একইসঙ্গে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।
বিএনপিই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল
ফখরুলের দাবি, বিএনপি এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে বিএনপি কোনো ইস্যুতে রাজপথে নামেনি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্যাগুলো সমাধান করতে চাই। বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই এগুলো শেষ হবে।”
জাতিসংঘ সফর নিয়ে এখনও আলোচনা হয়নি
জাতিসংঘ সফর প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় বা ড. ইউনূসের সঙ্গে কোনো কথা হয়নি। তবে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও উত্তরণের বিষয়গুলো সেখানে আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জনগণের সমর্থনই মূল শক্তি
জুলাই সনদ নিয়ে আলোচনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সংসদই সংবিধান পরিবর্তন বা সংশোধনের অধিকার রাখে।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত