সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ব্যাপারীডাঙ্গী গ্রামে সরকারি রাস্তার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালী ইদ্রিস খাঁ নামের এক ব্যক্তি। তিনি মৃত লাল খাঁর ছেলে এবং বিএনপি নেতা বাবুলের ছত্রছায়ায় এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাস্তার পাশের নাল জমি ইদ্রিস খাঁ ক্রয় করেছেন বলে দাবি করছেন। তবে স্থানীয়রা জানান, ওই জমি সরকারি রাস্তার অংশ এবং সেখানে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবুও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জায়গাটি দখল করে স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছেন।
ঘটনার সত্যতা যাচাই করতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা বাবুলের রোষানলে পড়েন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার জমি দখল হয়ে গেলে চলাচলে গুরুতর সমস্যা তৈরি হবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, সরকারি সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “সরকারি রাস্তা বা খাস জমি কোনোভাবেই ব্যক্তিগতভাবে দখল করা বা সেখানে স্থাপনা নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গেই আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছি। খুব শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং যদি কেউ সরকারি সম্পত্তি দখলের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষা ও সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত