ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি--
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকায় বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে দিঘলিয়া থানায় ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামি মঞ্জু শিকদার, বেঞ্জির শিকদার, ফিরোজ সিকদার এবং শামীম শেখ কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকাররের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে বলে বাংলাদেশ নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত