মোঃ সুমন মন্ডলঃ
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) জেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে জেলা সিনিয়র সভাপতি মো. শাহিন-এর অফিস প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সুমন আহমেদ অভি, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে ভিপি নুরুল হক নুরের রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বক্তারা বলেন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে নিবেদিত। তাই তার অসুস্থতা সবার মাঝেই উদ্বেগের সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সুমন আহমেদ অভি ২৯ আগস্টের হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “একজন দলের প্রধানকে লক্ষ্য করে সংঘটিত এ নেক্কারজনক ঘটনার দ্রুত বিচার ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।”
এসময় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, প্রয়োজনে নুরুল হক নুরের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি তারা হামলার পেছনের উদ্দেশ্য ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভিপি নুরুল হক নুর দ্রুত সুস্থ হয়ে ফিরে আসলে দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের বিশ্বাস অটুট থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত