আব্দুল্লাহ সরদার ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষিত মঙ্গলবার ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলার সব উপজেলায় ওই দুইদিন অর্ধ-দিবস নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আদালত ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার প্রস্তুতি ও চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, "আমরা সর্বদা জনগণের পাশে আছি। ধর্মীয় উৎসব সামনে রেখে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সার্বিক দিক বিবেচনা করে এই হরতাল প্রত্যাহার করেছি। তবে আমাদের ন্যায্য দাবি আদায়ে আগামী দুই দিন অর্ধদিবস নির্বাচন অফিস ঘেরাও অব্যাহত থাকবে।"
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোঃ ইউনুস বলেন, "আগামীকাল এবং পরের দিন ১৬ ও ১৭ সেপ্টেম্বর হরতালের কর্মসূচি জনস্বার্থে এবং হিন্দু ধর্মীয় পূজা কমিটির আবেদনক্রমে হরতাল প্রত্যাহার করা হয়েছে। হরতালের পরিবর্তে জেলা নির্বাচন অফিসের সামনে এবং সকল উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল এবং পরের দিন এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত