জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিল্পকলা একাডেমিতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট শামীম আল মামুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফরহাদ উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন- টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক তারিকুল ইসলাম ঝলক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ।
এ ছাড়াও জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক আলাউদ্দিন, মোঃ মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবকদল নেতা ও সাবেক ছাত্রনেতা তানভীর হাসান খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে মাঝা মাঝিতে জাতীয় সংসদ নির্বাচন।
আমরা যদি ঐক্যবদ্ধ না হই, জাতীয় সংসদ নির্বাচনে আমর দল বিএনপি যদি জয় লাভ করতে না পারে তা হলে (৫ আগস্ট) এর আগে আমাদের যে অবস্থা হয়েছিলো ঠিক সেইরকম অবস্থা হবে।
তাই আমাদের সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, জেল জুলুম, নির্যাতন সহ্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল তাদের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত