হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ভোর রাতে একটি কাভার্ড ভ্যানের গতি রোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১৩ সেপ্টেম্বর দিন গত রাতে উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় ঘটনাটি ঘটে।এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কাভার ভ্যানের চালক মিজান শেখ।তিনি নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামের মোবারক শেখের ছেলে ও নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৫-৮৫৫০) চালক।
অভিযোগে চালক জানান, ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তার সহকারী মো. ওয়াসিমকে (২৪) সঙ্গে নিয়ে ঢাকার বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মালামাল (টিভি,ফ্রিজ,এসি, ওভেন,ওয়াশিং মেশিন) নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন।দিনগত ভোর সাড়ে ৩টার দিকে বড়াইগ্রাম থানার মোড় পার হয়ে ফাঁকা রাস্তায় অজ্ঞাতনামা ৫-৭ জন দুর্বৃত্ত একটি ড্রাম ট্রাক দিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধের চেষ্টা করে।বিষয়টি সন্দেহজনক ও দুর্ঘটনার আশঙ্কায় চালক পাশের একটি লোকাল রাস্তায় ঢুকে পড়ে।কিছুক্ষণ পর একটি ছোট পিকআপ ভ্যান কাভার্ড ভ্যানের সামনে গিয়ে পথ রোধ করে।
এসময় দুর্বৃত্তরা চালক ও হেলপারকে হত্যার হুমকি দিয়ে কাভার্ড ভ্যানের পেছনের দরজার তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী চালক মিজান শেখ বলেন,ঘটনার পর কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত