উত্তর ধরলার উন্নয়নে সরব বিএনপি, নাগেশ্বরীতে পরিচিতি সভা ও বিক্ষোভ মিছিল

News News

Admin

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে সদ্য গঠিত ৭টি ইউনিয়ন আহবায়ক কমিটির পরিচিতি সভা এবং দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত চরাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্যে গঠিত চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান।

এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক দুদু, নাজির হোসেন মাস্টার, আনিছুর রহমান, তানজিমুল ইসলাম, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও চর উন্নয়ন কমিটির সদস্য সচিব ওমর ফারুক, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মাদক নির্মূল কমিটির সদস্য সচিব আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপি’র সদস্য ও চর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য ও চর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম এবং চর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান মেম্বার।

বক্তারা বলেন, নাগেশ্বরী উপজেলার বিশাল চরাঞ্চল এখনো মূল ধারার উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দলীয়ভাবে সুসংগঠিত হয়ে কাজ করার বিকল্প নেই। এ লক্ষ্যে চর উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে বিএনপি’র আন্দোলন ও উন্নয়ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ইউনিয়ন আহবায়ক কমিটি ও চর উন্নয়ন কমিটির নবগঠিত নেতৃত্ব মাঠপর্যায়ে বিএনপি’র কার্যক্রমকে নতুন গতি দেবে। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবহেলিত চরাঞ্চলের উন্নয়নে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভা শেষে উত্তর ধরলার অবহেলিত নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ি উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি— রংপুর বিভাগীয় শহরের সাথে সরাসরি বাস যোগাযোগ চালুর দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরিচিতি সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী ছাড়াও চরাঞ্চলের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।