বিপ্লব চৌধুরীঃ গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমি উদ্ধারে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের উদ্যোগে চান্দরা মৌজায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় এপেক্স লেঞ্জারির সামনে রাস্তার দুই পাশের দোকানপাট এবং সরকার বাড়ি রেললাইন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা দোকান ও বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অসাধু ব্যক্তিরা সংরক্ষিত বনভূমি দখল করে পাকা ও আধাপাকা বসতঘর নির্মাণ করে রেখেছিল। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর এ অভিযানের মাধ্যমে বনভূমি পুনরুদ্ধার করে বনায়নের আওতায় আনা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশির আল-মামুন, সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী ও শামসুল আরেফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, চন্দ্রা বিট কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত