
সুমন মন্তল
জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম রোকেয়া বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী জহির উদ্দিন (৫২) শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রোকেয়া বেগম মারা যান।
ঘাতক জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে। হত্যার পর তিনি বাড়ির টয়লেটের ভেতরে লুকিয়ে থাকেন।
খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জহিরকে গ্রেফতার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবীরুল ইসলাম বলেন, “দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”