জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির ২৭৩ জন কর্মচারী গণছুটিতে রয়েছেন।
কর্মচারীরা ছুটিতে থাকলেও গ্রাহক সেবায় কোনো ধরনের অসুবিধা হচ্ছে না বলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী সানোয়ার হোসেন।
আন্দোলনরত পল্লী বিদ্যুতের লাইন ম্যান আসলাম মিয়া, তপু মিয়া ও সাব্বির হোসেন জানান, সারা দেশে কর্মচারীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন চলমান রয়েছে।
কয়েকজন সাময়িক বরখাস্তও করা হয়েছে।
এর প্রতিবাদ ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা গণছুটিতে রয়েছেন।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, জেলার সাতটি উপজেলায় ৬ লাখ ৩৫ হাজার গ্রাহক পল্লী বিদ্যুতের সেবা পাচ্ছেন।
৭৯৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে দাবি আদায়ের লক্ষ্যে ২৭৩ জন গণছুটিতে চলে গেছেন।
তিনি বলেন, যারা ছুটিতে গেছেন তাদের কারণে গ্রাহক সেবা নিশ্চিতে কোনো সমস্যা হচ্ছে না।
ঠিকাদারের কর্মচারী ও বিভিন্ন ইলেকট্রিশিয়ান দিয়ে সেবা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত