কালীগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারিদের ক্ষোভ News News Admin প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫ বিপ্লব চৌধুরী ঃ গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে ভুল চিকিৎসায় একটি সিন্ধি জাতের ষাড় গরুর মৃত্যু হয়েছে। প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা বাজারমূল্যের গরুটি মারা যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গাল হাওলা গ্রামের আঃ মোমেনের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আঃ মোমেনের সিন্ধি জাতের ষাড় গরুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তিনি চিকিৎসার জন্য কালীগঞ্জ পৌরসভার চৌড়া গ্রামের এআই টেকনিশিয়ান ও গ্রাম্য চিকিৎসক কাজী মো. আল আমিনের কাছে যান। অভিযোগ রয়েছে, আল আমিন গরুটিকে কয়েকটি ভুল ইনজেকশন ও ওষুধ প্রয়োগ করেন। পরের দিন মঙ্গলবার তিনি আরও ৪টি ইনজেকশন দেন। ইনজেকশন প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই গরুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এক ঘণ্টার মধ্যে গরুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা দ্রুত অপচিকিৎসা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। গরুর মালিক আঃ মোমেন বলেন, “দুই বছর আগে অনেক কষ্টে গরুটি কিনেছিলাম। এর বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। আল আমিনের ভুল চিকিৎসার কারণেই আমার গরুর মৃত্যু হয়েছে।” অভিযুক্ত কাজী মো. আল আমিন নিজের পক্ষে দাবি করে বলেন, “আমি গরুর ডাক্তার। চিকিৎসার আগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে ফোনে পরামর্শ করেছিলাম।” তবে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, “কাজী আল আমিন কেবল এআই টেকনিশিয়ান হিসেবে কৃত্রিম প্রজননের প্রশিক্ষণ নিয়েছেন। তিনি পশুর চিকিৎসা করতে পারেন না। আমার কাছে অনেকেই পরামর্শ নেন, তবে সেদিন তিনি ফোন করেছিলেন কিনা মনে নেই। খামারি অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হব� SHARES সারাদেশ বিষয়: