নাটোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল’ নলডাঙ্গাকে হারিয়ে বড়াইগ্রাম ফাইনালে

News News

Admin

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

 

হাসান আলী সোহেল,নাটোর প্রতিনিধি

নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নলডাঙ্গা উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বড়াইগ্রাম উপজেলা।
নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট’র প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে খেলায় অংশগ্রহণ করে বড়াইগ্রাম ও নলডাঙ্গা উপজেলা ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে বড়াইগ্রাম এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বেশ কিছু গোলের সুযোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ে ব্যবধান বাড়াতে সক্ষম হয়নি বড়াইগ্রাম। পরে ১-০ গোলের ব্যবধানে বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল জয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
এসময় গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস , দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ , বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার দর্শক।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, সেমিফাইনালে বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল অত্যন্ত চমৎকার খেলেছে, এই খেলার ধারাবাহিকতা বজায় থাকলে ফাইনালে জয়ী হয়ে বড়াইগ্রাম উপজেলা টিম চ্যাম্পিয়ন হবে আশা রাখছি। এসময় তিনি নলডাঙ্গা দলের খেলার প্রশংসা করেন এবং বড়াইগ্রাম থেকে আগত সকল দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।