বিপ্লব চৌধুরী
গাজীপুরে বেতন বৈষম্য ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এর ফলে ঢাকা-কোনাবাড়ি ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। গাজীপুর শিল্প পুলিশ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
কারখানার নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, “আমাদের আর কোনো দাবি নেই, আমরা শুধু বেতন চাই। বেতন না পেলে পরিবার নিয়ে খেতে থাকতে কষ্ট হবে।”
অন্যদিকে শ্রমিক সুরঞ্জ মিয়া জানান, “পরিবার নিয়ে খুব কষ্টে আছি। বেতন না দিলে ঘরভাড়া দিতে পারব না, মালিক বাসা থেকে বের করে দেবে। স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে।”
শ্রমিকরা অভিযোগ করে বলেন, রাজধানীর চন্দনা চৌরাস্তা এলাকার শিনইউন (বুলবুল নিট) নামের একটি কারখানায় কয়েক মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হয়নি। চীনা মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে শ্রমিকদের বকেয়া বেতন চেয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা শ্রমিকরা অবশেষে রাস্তায় নেমে বিক্ষোভে যোগ দেন।
বেতন বকেয়া ও সময়মতো পরিশোধের দাবিতে শ্রমিকদের এই আন্দোলনের কারণে মহাসড়ক দুটি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত